আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় জ্বালানি তেল পরিবহন ভাড়া নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং ভোলায় বর্বোচিত হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে ২২ আগস্ট সোমবার সকালে ইয়ারপুর ইউনিয়নের জিরাব বাসস্ট্যান্ড এলাকায় সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রিয় নেতা ডা: দেওয়ান মোহাম্মাদ সালাউদ্দিনের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি জিরাব বাসস্ট্যান্ডের পুলিশ বক্সের নিকট থেকে শুরু হয়ে বাইপাইল আবদুল্লাহপুর সড়কের উভয় পাশ প্রদক্ষিণ করে পুনরায় ঘুরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যেদিয়ে শেষ হয়। এ কর্মসূচীতে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সভাপতি আজগর হোসেন, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মঈনুল হোসেন বিটু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফুর মিয়া, ঢাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, শরীফুল আলম, আবদুল হাই আল হাদী, ঢাকা জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, ঢাকা জেলা মৎস্যজীবীদলের আহবায়ক মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী, আশুলিয়া থানা মহিলা দল সভাপতি মিনি আক্তার উর্মি, জেলা তাতী দলের সভাপতি জাকির হোসেন, জেলা বিএনপির সহ-সম্পাদক মোক্তার মন্ডল, জেলা যুবদলের সহ-সভাপতি রকিব দেওয়ান, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল আহবাহয়ক জিল্লুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ঢাকা জেলা উত্তর ছাত্রদল আহবায়ক তমিজ উদ্দিন, এ্যাডভোকেট আবু হানিফ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান বিকাশ, আনোয়ার হোসেন রানা প্রমুখ
Leave a Reply