আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বাড়ির সামনে প্রাইভেটকার রাখায় শ্রমিক ফেডারেশনের গাড়ি ভাঙ্গচুর করেছে মাদকসেবীরা। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সজীব (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ২৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন। এর আগে ২৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে আশুলিয়ার গাজিরচট মুন্সিপাড়া এলাকার রহুল আমিনের বাড়ির সামনে এই গাড়ি ভাঙ্গচুর করা হয়।আটক সজীব আশুলিয়ার গাজিরচট মুন্সিপাড়া এলাকার রহুল আমিনের ছেলে। এ ঘটনায় আটকের ভাই রাজীব পলাতক রয়েছে। ভুক্তভোগীরা সেহেলী আফরোজ লাভলী জানান, আন্তর্জাতিক সংগঠন “থ্রীএফ” এর অর্থায়নে আশুলিয়ার ইউনিক এলাকায় শ্রমিকদের সচেতনতামূলক ট্রেনিং এর আয়োজন করে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নামের একটি শ্রমিক সংগঠন। তারা একটি প্রাইভেটকারে এসে ট্রেনিংয়ে যোগ দিয়ে চালককে গাড়ি পার্কিং করতে বলেন। পরে চালক রুহুল আমিন নামের ওই ব্যাক্তির বাড়ির সামনে গাড়ি পার্কিং করে দুপুরের খাবার খেতে যান। খেয়ে এসে দেখেন তার গাড়ি রাজীব নামের এক যুবক ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে ভাঙ্গচুর করেন। পরে চালককে মারধর করে গাড়ির চাবি কেড়ে নিয়ে তাদের বাড়ির পার্কিংয়ে জোনে গাড়ি রেখে দেন। গাড়িতে থাকা তিন লাখ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজ তারা নিয়ে যায়। স্থানীয়রা জানায়, রাজীব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। তিনি তার পরিবারের নিয়ন্ত্রণের বাইরে। যখন যা ইচ্ছা করেন তাই করেন। তার কোন প্রতিকার কিংবা ব্যবস্থা পরিবার থেকে নেওয়া হয় না। এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল-মামুন বলেন, এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। একই সাথে রাজীব নামের ওই যুবককে আটকে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply