আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় কাভার্ডভ্যানচাপায় শাহাদাত হোসেন (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট মৃতদেহটি উদ্ধার করে। ৬ অক্টোবর বৃহস্পতিবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকার শাহরিয়ার পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। শাহাদাৎ হোসেন কুমিল্লার লাঙ্গলকোট এলাকার শাহ-আলম হোসেনের ছেলে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রামে নেওয়ার জন্য কিছু পোশাক একটি কাভার্ডভ্যানে তুলেন শাহরিয়ার। পরে চালক কাভার্ডভ্যানটিকে পার্কিং করতে গিয়ে এক চাকা সড়ক থেকে নিচে পড়ে যায়। গাড়ি থেকে নেমে সেটি দেখতে গেলে কার্ভাডভ্যানটি চালকের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ডিইপিজেডের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, চাপাপড়া চালকে উদ্ধার করা হয়েছে। তবে মালামালের কোনো ক্ষতি হয়নি।
Leave a Reply