1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

আশুলিয়া থেকে গ্রেপ্তার মুদি দোকানিকে হত্যার প্রধান আসামি

  • আপডেট সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে পাওনা টাকা চাওয়ায় এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার প্রধান আসামি জাহাঙ্গীর হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। প্রায় ৭ মাস আত্মগোপনে থাকার পর ঢাকার আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ধুনট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ৯ জুলাই রবিবার বিকেলে র‌্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। নিহতের নাম জাকিরুল ইসলাম(৩০)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার দড়িনন্দন দক্ষিণপাড়ার মৃত আব্দুল হামিদ প্রামানিকের ছেলে। গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন একই থানার মাজবাড়ী গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে। র‌্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানান, জাকিরুল ইসলাম ধুনট উপজেলার মাজবাড়ী গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। ওই গ্রামে তিনি একটি মুদি দোকান দিয়ে সংসার চালাতেন।জাহাঙ্গীর হোসেন ওই দোকান থেকে বাকীতে ৫’শ টাকার মালামাল কেনেন। গত বছরের ৯ ডিসেম্বর রাত ৮টার দিকে জাহাঙ্গীরের কাছে সেই পাওনা টাকা চাইতে গেলে দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে জাকিরুলকে তার দোকান থেকে টেনে বের করে বেদম মারপিট করে জাহাঙ্গীর। এতে জাকিরুল গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী সোনাহাটা বাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার পর থেকেই আত্মগোপনে যায় জাহাঙ্গীর। গ্রেপ্তার এড়াতে সে তার আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে র‌্যাব-৪ ও র‌্যাব-১২ এর যৌথ আভিযানিক দল শনিবার রাতে ঢাকার আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা হতে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ধুনট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :