
আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় আশরাফুল হক খোকন (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। ১৭ জুন শনিবার দুপুর ২টায় ডেইলি মেসেঞ্জারকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, ১৬ জুন শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশের এসআই মো. আনোয়ার হোসেন। আটক মো. আশরাফুল হক খোকন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার পাইকপাড়া নাগরবাড়ী এলাকার মো. নূরুল হকের ছেলে। গোয়েন্দা পুলিশ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব ডেইলি মেসেঞ্জারকে জানান, রাতে আশুলিয়ার কাঠগড়া এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশরাফুল হক খোকন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply