1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

আশুলিয়ায় মাদক ব্যবসায়ীর হামলায় পুলিশসহ আহত ৫, আটক ১১

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের হামলায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্যসহ অন্তত পাঁচজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে, ১৪ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার বুড়ির বাজার এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িতদের ধরতে একটি বাড়িতে অভিযান চালায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় সেখান থেকে মাদক ব্যবসায় জড়িত দুজন আসামিকে আটক করা হলে তাদের চিৎকারে আশপাশ থেকে তাদের অন্তত ১২/১৩ জন সহযোগী এসে পুলিশের ওপর হামলা চালিয়ে মিকো চাকমা নামে একজন আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে মাদক ব্যবসা ও পুলিশের উপর হামলার সাথে জড়িত ১১ জনকে আটক করে পুলিশ। এ সময় সেখানের মিক্রা মগ নামের একজনের বাসা থেকে ৫২০ লিটার চোলাই মদসহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযোগ রয়েছে তারা দীর্ঘদিন যাবত এখানে মদ তৈরি করে স্থানীয়ভাবে বিক্রি করে আসছে। আটক আসামিরা হলেন-কল্লোল চাকমা (৩৪), সুইলা মারমা (৩০), রিপন চাকমা (৩৬), ম্যাসামাই মারমা (৪০), পাইজা মারমা (৩৫), সুফেন দেব বর্মা (২১), মংনুচিং মারমা (৩২), পুলক চাকমা (২৩), কমল চাকমা (৩০), আশুতোষ চাকমা (৩১) ও মিক্রা মগ (২৫)। এর মধ্যে মিক্রা মগকে মাদক মামলায় ও বাকিদের পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তারা সবাই আশুলিয়ার বুড়ির বাজারে ভাড়া বাসায় বসবাস করতেন। এর মধ্যে পুলিশকে হামলার ঘটনায় গেনু চাকমা (৩৪), দিপন চাকমা (৩২) ও জাহিদ (৪৫) নামে তিন আসামি ও মাদক মামলায় খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার মিকো চাকমা (৩০) পলাতক রয়েছেন। এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) ঢাকা মেইলকে বলেন, এ ঘটনায় আমাদের এস আই শাহাদাতসহ আরও দুই কনস্টেবল আহত হয়েছেন। এ সময় পুলিশকে সহায়তা করতে এলাকাবাসীরা এগিয়ে এলে তাদের মধ্য থেকেও দু’জন হামলায় আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আটককৃতদের নামে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :