সংবাদ রিপোর্ট: ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় পুলিশ চেকপোষ্ট বসিয়ে তল্লাশি করছে।এতে যানজট ও ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। ২২ জুলাই শনিবার সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখী লেনে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি করে পুলিশ। সাভার পরিবহণের বাস চালক রফিক জানান, হঠাৎ হঠাৎ এখন আমিন বাজার পুলিশ তল্লাশি চালায়।এতে যেমন বাসের যাত্রীদের বিরক্ত হতে হয়।আর আমাদের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়’-বলে ক্ষোভ প্রকাশ করে। অন্যদিকে আফজাল নামে একবাস যাত্রী জানান, ‘আমি নবীনগর থেকে বাসে করে গুলিস্থানের উদ্দেশ্যে রওনা হয়েছি।কিন্তু বাস আমিনবাজার আসলে র্দীঘ সময় অপেক্ষা করতে হয়েছে।পরে জানতে পারলাম পুলিশ চেকপোষ্ট বসিয়ে তল্লাশি করছে’। এবিষয়ে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন উর রশিদ জানান,এখানে আমরা নিয়মিত চেকপোষ্ট পরিচালনা করছি।একজন সার্জেন্টের সহায়তায় ফিটনেস বিহীন গাড়ি গুলো তল্লাশি করা হচ্ছে।এছাড়া রাজধানীতে রাজনৈতিক দলের কর্মসূচি থাকায় নিরাপত্তার জন্যও তল্লাশিকরাহচ্ছে বলেও জানান তিনি।
তবে এবিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেনি।
Leave a Reply