1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

ভোটের অধিকার প্রতিষ্ঠায় দেশবাসীকে পাশে চাইলেন সিইসি

  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে উৎসবমুখর পরিবেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আজ থেকে সারা দেশে একযোগে নির্বাচন কমিশনের ৬৫ হাজার জনবল বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবেন। ২০ জানুয়ারি সোমবার দুপুরে সাভার উপজেলা নির্বাচন কার্যালয়ে বেলুন ও কবুতর উড়িয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। উদ্বোধন অনুষ্ঠানের আগে সাভার উপজেলা হলরুমে আলোচনা সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্বে) কে এম আলী নেওয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী ছয় মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করা হবে।

পুরো কর্মযজ্ঞে নিয়োজিত থাকবে ৬৫ হাজার লোকবল। যারা ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন। তিনি আরও বলেন, ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে নতুন করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি আমরা। আর এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা পুরো দেশবাসীকে আমাদের পাশে চাই। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ৪০ থেকে ৪৫ লাখ ভোটার হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারে। তালিকায় দ্বৈত ভোটার যেন না থাকে, মৃত ভোটার যেন বাদ দেওয়া যায় এবং নতুনদের অন্তর্ভুক্ত করে নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের জন্যই বাড়িবাড়ি তথ্য হালনাগাদ করছি।২০০৭-০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এর আগে ভোটার তালিকা হালানাগাদ করা হয়েছে ছয়বার। ২০০৯-১০ সাল, ২০১২-১৩ সাল, ২০১৫-১৬ সাল, ২০১৭-১৮ সাল, ২০১৯-২০ ও ২০২২-২৩ সালে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করেছে ইসি।

বিশেষ অতিথির বক্তব্যে অন্যান্য নির্বাচন কমিশনাররা একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্ভুল ভোটার তালিকার গুরুত্বের কথা তুলে ধরেন। এজন্য যারা হালনাগাদ কর্মসূচির মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও একনিষ্ঠতার সঙ্গে ভোটারদের নির্ভুল তথ্য সংগ্রহের অনুরোধ জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.), জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :