সংবাদ রিপোর্ট : সাভার পৌর এলাকায় বিনোদনপ্রেমীদের জন্য আশিক মিনি শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকালে উদ্বোধন হওয়া পার্কটিতে ইতোমধ্যে দর্শনার্থীদের বেশ ভিড় দেখা গেছে। শিশুসহ নানা বয়সীদের মিলনমেলায় পরিণত হয়েছে আশিক মিনি শিশু পার্কে! সাভার পৌরসভার থানা স্ট্যান্ডের আনন্দপুর সিটিলেন এলাকায় গড়ে তোলা হয়েছে এই পার্কটি। সরেজমিনে পার্ক ঘুরে দেখা গেছে, দর্শনার্থীদের জন্য পার্কটি উদ্বোধনের দিন থেকেই উন্মুক্ত করা হলেও নির্মাণকাজের বেশ কিছু এখনও বাকি রয়েছে। ফুলগাছ লাগানোর কাজ চলমান রয়েছে। শিশুদের জন্য বিভিন্ন রাইড থাকলেও সবগুলো এখনও চালু হয়নি। তবে শিগগিরই রাইডগুলো চালু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পার্কের মধ্যে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা, ছবি তোলার জন্য নানা দৃষ্টিনন্দন শেড, দোলনা, ইলেকট্রিক নৌকা। বসে গল্প করার মতো জায়গা, শিশুদের বিনোদনের জন্য বেশ কয়েকটি রাইড রয়েছে। এছাড়াও রয়েছে জুস বারসহ রেস্টুরেন্ট। পার্কে প্রবেশ ফি ধরা হয়েছে জনপ্রতি ২০ টাকা।
কয়েকজন শিশুর অভিভাবক জানান, শিশুরা বেশিরভাগই এখন মোবাইল গেইম নিয়ে মেতে থাকে। বিনোদনের কোন স্থান থাকায় সারাদিন ঘর বন্দি থাকে। পার্কটি হওয়াই শিশুরা এখানে আনন্দ উপভোগ করতে পারবে। ঘোরার জন্য ভাল স্থান হয়েছে। সব মিলিয়ে বিনোদনপ্রেমীদের জন্য কিছুটা সময় কাটাতে পরিবারসহ এই পার্কে এলে ভালো লাগবে মাইশা নামের এক শিশু বলে, পার্কে এসে খুব ভালো লাগছে। এখানে ছোট্ট ঝর্ণা আছে। অনেকগুলো রাইড আছে। সব মিলিয়ে আনন্দ পাচ্ছি। এবিষয়ে পার্কের উদ্যোক্তা মোঃ সাইদুর রহমান জীবন বলেন, মাত্র পার্কটি উদ্বোধন হলো। এখনও অনেক কাজ বাকি রয়েছে। প্রতিদিনই কাজ হচ্ছে। আরও আকর্ষণীয় করতে নানা পরিকল্পনা রয়েছে। উদ্বোধনের দিন থেকেই ভালো সাড়া পাচ্ছি। তিনি আরো বলেন, প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত পার্কটি খোলা থাকবে।
Leave a Reply