1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

সাভারে ডিবি পরিচয়ে ৯ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে, ২৭ সেপ্টেম্বর বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশাল জেলার মো. শফিকুল ইসলাম ওরফে রুবেল (৪৮) ও বি-বাড়িয়া জেলার মো. আফজাল হোসেন (৩৮)। র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, সম্প্রতি বেশ কিছুদিন ধরে সাভার, আশুলিয়া, ধামরাই, নরসিংদী এবং রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়। গত ৪ সেপ্টেম্বর সাভারে ডিবি পুলিশ পরিচয়ে প্রকাশ্যে এক মাদ্রাসা শিক্ষককে প্রাইভেটকারে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় ছিনতাইকারীরা ভুক্তভোগীকে চোখ বেঁধে মারধর করে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। এ ঘটনায় তদন্তের ধারাবাহিকতায় চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সাভার-আশুলিয়া এলাকায় ছিনতাই করে আসছিলো। তাদের বিরুদ্ধে দস্যুতা, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। উক্ত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :