সংবাদ রিপোর্ট: “আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু” এ স্লোগান নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর সাভার মডেল থানা পুলিশের আয়োজনে স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। ২৫ জুন শনিবার সন্ধ্যায় সাভার মডেল থানা থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে মুক্তির মোড় এসে শেষ হয়। র্যালি শেষে বক্তব্য রাখেন সাভার মডেল থানা অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম,তিনি বলেন মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের জনগণের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে দ্বিতীয় বারের মতো বড় একটা জয়ের সূচনা হলো। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব এমন কঠিন স্বপ্নকে বাস্তবে পরিণত করতে। এ সময় আরও বক্তব্য রাখেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনি। বর্ণাঢ্য র্যালিতে আরও উপস্থিত ছিলেন সাভার মডেল থানা ওসি অপারেশন মাকারিয়াস, সাভার মডেল থানা অন্যান্য পুলিশ কর্মকর্তা, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মাসুদ চৌধুরী, সাভার পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটনসহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সেই সাথে সাভার মডেল থানা জামে মসজিদে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করেন সাভার মডেল থানা পুলিশ।
Leave a Reply