সংবাদ রিপোর্ট: সাভারে প্লাস্টিকের রশি দিয়ে হাত পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অজ্ঞাত যুবকের মরদেহের উদ্ধার করেছে পুলিশ। ১১ জুন শনিবার সকাল ১১ টার দিকে সাভারের আনন্দপুর সিটি ল্যান্ডের বালুর মাঠ এলাকার একটি পরিত্যাক্ত বাউন্ডারির ভিতর থেকে নিহতের মরদেহের উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকাল ৮ টার দিকে এক নারী ওই বাউন্ডারির ভিতরে ময়লা ফেলতে যায়। এসময় নিহতের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। নিহতের পরনে লুঙ্গি ও গায়ে শার্ট পরিহিত ছিল। তার দুই হাত পিঠমোড়া দিয়ে বাঁধা ছিল, দুই পা প্লাস্টিকের রশি দিয়ে বাধা ছিল। ঢাকা জেলা পিবিআই এর উপপরিদর্শক মানিক চন্দ্র সাহা বলেন নিহতের পরিচয় সনাক্তের জন্য আমরা কাজ করছি। পরিচয় সনাক্ত হলেই বিস্তারিত জানানো হবে। আপনার একটি শেয়ার হয়তো নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যেতে পারে।
Leave a Reply