1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

সাভার সরকারি কলেজের ৫৬ শিক্ষকের চাকরি অস্থায়ীকরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

সংবাদ রিপোর্ট : সাভার সরকারি কলেজে বেসরকারি আমলে কর্মরত ৫৬ জন শিক্ষককে সরকার কলেজ শিক্ষক ও কর্মচারী আত্নীকরণে বিধিমালা, ২০১৮ এর বিধিমতে সরকারিকরণের তারিখ থেকে (৮ আগস্ট ২০১৮) অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছে। ১৬ আগস্ট মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৫ শাখা। তবে, এই কলেজের ২৪ জন শিক্ষক ও ১২ জন কর্মচারী এখনো চাকরি নিয়ে অনিশ্চয়তায় আছেন। এছাড়া ঝুলে আছে আরো ৯ শিক্ষকের চাকরি সরকারিকরণ প্রক্রিয়া। পুরানো ৫৬ জন শিক্ষক (একজন কর্মচারীসহ) সরকারিভাবে অস্থায়ী নিয়োগ পাওয়া কলেজ ক্যাম্পাসে আনন্দের বন্যা বইলেও বঞ্চিত ৩৬ জনের মধ্যে বিষাদ নেমে এসেছে। আবার ঝুলে থাকা ৯ শিক্ষকও প্রচন্ড মনোকষ্ঠে আছেন। জানা গেছে, কলেজের প্রভাষকদের মধ্যে সেলিম আহম্মেদ, ড. মিজানুল ইসলাম, বদরুন নাহার শিউলী, মোল্লা ফিরোজ আল মামুন, কে. এম. আবু এহসান আল মামুন, মো. ফারুক হোসেন, নাফিজ ইমতিয়াজ তালুকদার, সৈয়দা নাজনীন ফেরদৌসি, মোঃ কফিল উদ্দিন, খো: বদিউল আলম, সেলিনা সুলতানা, আলহামরা জাহান ইয়াসমিন, মো. আবুল কালাম আজাদ, কে এস এম ছালেহ, মরিয়ম জামিলা, উর্মি আক্তার, মো. মোস্তাফিজুর রহমান, আয়েশা নাহাদ খন্দকার, নূরুন্নাহার বেগম, শিউলী আক্তার, ফারজানা রশিদ, মনিরুল হক, মো. বশির উদ্দীন, রাজিয়া সুলতানা, আসলাম মিয়া, শ্রাবন্তী ঘোষ, জাকিয়া আক্তার রুমা, শাহানা জাহান সিদ্দিকা, পারভীন সুলতানা, শ্যামা প্রসাদ দাস, নাদিয়া নূর ভূঁইয়া, মোহাম্মদ আনিছুর রহমান, আ.ক.ম শহিদুর রহমান, সীমা বাগচী, আলাল উদ্দিন আহাম্মদ, মোহাম্মদ কামরুজ্জামান, জাহিরুল ইসলাম খান, মো. ফজলুল হক, মো. জহিরুল ইসলাম, মোহাম্মদ শাহাবুদ্দিন, এম. এম মফিজুর রহমান, আখতার হামিদ খান, সৈয়দা পাপিয়া নাহিদ পপি, মিনুয়া বেগম, সাথী আক্তার, সাফায়েতুন নবী মিথুন, আনোয়ার-ই-আলম, মোসা: মমতাজ আখতার, অমিতা রানী রায়, মো. জুলফিকার আলী, আফরোজা খন্দকার, নাহিদ হুসনা, রওশন আরা, লুৎফা পারভীন, মো. ইকবাল হোসেন, মো. জসিম উদ্দীন সরকারিভাবে অস্থায়ী নিয়োগ পেয়েছেন। এদিকে বঞ্চিতরা ক্ষোভের সঙ্গে বলেছেন, তারা এখনো আশায় বুক বেঁধে আছেন। ভাগ্যবিড়ম্বনার শিকার এসব শিক্ষক-কর্মচারীরা চাকরি সরকারিকরণের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন। কোথাও মিলছে না আশ্বাস। অনেকে কাজ করেও বেতন-ভাতা পাচ্ছেন না বলে আক্ষেপ করেছেন। অন্যদিকে ঝুঁলে থাকা ৯ জনের নথিতে কিছুটা জটিলতা থাকায় তারা এখনো সুখবর পাননি। তবে সহসাই তাদের জট খুলতে পারে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :