1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
পরিচয় মিলেছে আশুলিয়ায় পাওয়া মস্তকহীন খণ্ডিত নারীর মরদেহের ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার দায়িত্ব নিলেন নাজমুল হাসান অভি  সাভারে হত্যা মামলায় ওলামা লীগ নেতা ফয়েজ গ্রেপ্তার ধামরাইয়ে কলেজছাত্র হত্যায় দুই আ. লীগ নেতা গ্রেপ্তার সাভারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আশুলিয়ায় কার্টুন বক্সে মিলল মাথাবিহীন তিন খন্ডিত নারীর মরদেহ সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ডা. সালাউদ্দিন বাবু সাভারে যুবদল নেতা নয়ন হত্যায় মামলা: আসামি ডা. এনামসহ ৮, তদন্তে পিবিআই আশুলিয়ায় টানা ৫২ ঘণ্টা পর নবীনগর-চন্দ্রা মহাসড়ক সচল প্রধান উপদেষ্টার কাছে আবেদন: মেট্রোরেল লাইন সাভার স্মৃতিসৌধ পর্যন্ত পুনর্বিন্যাস দাবি

সাভার মডেল থানার ওসি বদলি

  • আপডেট সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

সংবাদ রিপোর্ট : সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মাইনুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়েছে। এই থানার অফিসার ইনচার্যের দায়িত্ব পেতে যাচ্ছেন নারায়ণগঞ্জের বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা। বিদায়লগ্নে কাজী মাইনুল ইসলাম ‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূল, কিশোর গ্যাং, ভূমিদস্যুতা বন্ধ ও যৌন হয়রানি প্রতিরোধে সাভার মডেল থানায় কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ ও মিডিয়াকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় সাভার মডেল থানার আয়োজনে কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম ।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আবদুল্লাহ বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গনি, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন চৌধুরী মাসুদ, সাভার পৌরসভার মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, সচেতন নাগরিক কমিটির (সনাক) সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম, সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য প্রমুখ।

অনুষ্ঠানের বক্তব্য জুড়েই ছিল বিদায়ের করুন সুর। সম্প্রতি সাভার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি কাজী মাইনুল ইসলাম ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি’তে) বদলি হয়েছেন। এ উপলক্ষে তাকে সম্মানসূচক সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত সবাই। অধিকাংশ বক্তারা বলেন, দেড় বছরে বদলে গেছে সাভার মডেল থানার চিত্র।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম দায়িত্বরত অবস্থায় এ থানায় সেবা নিতে আসা লোকজন টাকা ছাড়াই এখন সাধারণ ডায়েরি (জিডি), অভিযোগ ও মামলা লেখা বা অন্তর্ভুক্ত করতে পারছেন।

পুলিশের আচরণ যেমন পাল্টেছে, তেমন থানার চিত্রও বদলেছে। এতে আগের তুলনায় থানায় সেবার মানও বেড়েছে। থানার মূল ভবন, ফটকে রং-তুলির আঁচর আর থানা চত্বরে ময়লা পরিষ্কার করায় সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।

এই স্থাপনার সৌন্দর্য বৃদ্ধি ও দৃষ্টিনন্দন করতে এবং সহজেই মানুষকে সেবা দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম। বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি তিনি থানাকে সাজিয়েছেন শৈল্পিক নৈপুণ্যে। ওসি কাজী মাইনুল ইসলামের সৃজনশীলতায় বদলে গেছে ঢাকা জেলার সাভার মডেল থানার চিত্র।

ওসি কাজী মাইনুল ইসলাম এ থানায় ২০২১ সালের ২১ মে যোগদানের প্রায় এক মাসের মধ্যেই সৃজনশীল ও যুগোপযোগী পরিকল্পনার ফলে সাভার মডেল থানা ও পুলিশ হয়ে উঠেছে এ উপজেলার মানুষের আস্থার ঠিকানা । আজ দায়িত্বের এক বছর পাঁচ মাস পূর্তি হলো তার । তিনি এ থানায় যোগদানের পর থেকেই মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করেন, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন, অপরাধ দমনে কমিউনিটি পুলিশিংকে ঢেলে সাজিয়েছেন, মৎস্য চাষের জন্য থানা চত্বরে পোনা অবমুক্ত করে থানা বাসিকে উদ্বুদ্ধ করেন।

আর এমন অসংখ্য ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সাভার মডেল থানায় কর্মরত অবস্থায় ঢাকা জেলার অপরাধ ও পর্যালোচনা সভায় দুইবার শ্রেষ্ঠত্ব অর্জন করেন। শুধু তাই নয় এর আগেও বিভিন্ন থানায় কর্মরত জীবনে প্রায় দেড় শতাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

অনুষ্ঠানে ওসি কাজী মাইনুল ইসলাম জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতার কথা তুলে ধরে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, কোনো চাওয়া-পাওয়ার জন্য নয়, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ভালো লাগার জায়গা থেকে কাজগুলো করেছি। মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে জনগণের পাশে দাঁড়াতে সর্বদা কাজ করে যাচ্ছি। মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে সর্বদা তিনি সজাগ আছেন। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন। এসময় সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোমেনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, সাভার পৌরসভার কাউন্সিলর রমজান আহমেদ, নূরে আলম সিদ্দিকী নিউটন, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডল, কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :