সংবাদ রিপোর্ট: সাভারে বিএনপি মিছিল থেকে পুলিশের উপর ককটেল নিক্ষেপের অভিযোগে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের ৯১ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০/৬০ জন নেতাকর্মী রয়েছে। ৫ নভেম্বর শনিবার সাভার মডেল থানার এসআই মোঃ মাহমুদুল হাসান বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভার মডেল থানার ব্যাংক কলোনী মহল্লার হর্টি কালচার সেন্টারের সামনে ৪ নভেম্বর শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিমপাশের পাকা রাস্তার উপর ছাত্রদল ও বিএনপি’র অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নির্দেশে বিএনপি নেতা কাউন্সিলর আদুর রহমানের নেতৃত্বে বেআইনী জনতাবদ্ধে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব সজীব রায়হানসহ বিএনপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। তারা বিক্ষোভ মিছিল করে জনগণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাশকতামূলক কর্মকান্ড করছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ বর্ণিত ঘটনাস্থলে সাড়ে ৯টায় উপস্থিত হয়। উপস্থিত হওয়া মাত্রই পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র, লাঠি সোটা নিয়ে এলোপাথারিভাবে ইটের খোয়া ও ককটেল নিক্ষেপ করে বেআইনী জনতাবদ্ধে সরকারী কাজে বাধাদান করে আক্রমণ করে। আসামীদের নিক্ষেপকৃত ককটেলের মধ্যে ২টি বিস্ফোরিত হয় এবং ৪টি ককটেল অবিস্ফোরিত থাকে। এ ঘটনার সময় দুই পুলিশ সদস্য আহত হয়। জনগণের জানমাল ও সরকারী সম্পত্তি রক্ষার্থে পুলিশের সরকারী কাজে বাধা ও আক্রমণ করায় পুলিশ আসামীদের গ্রেফতারের চেষ্টা করলে আসামীরা দ্রুত পালিয়ে যায়। পরে আহত পুলিশ সদস্যদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে। ঘটনাস্থলে ৪টি অবিস্ফোরিত ককটেল, দুটি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ এবং একটি ব্যানার উদ্ধার করে পুলিশ। মামলায় আসামিরা হলেন, সাবেক সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, সাভার পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আব্দুর রহমান, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাবেক কাউন্সিলর ও ঢাকা জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু, যুবদল নেতা সালাউদ্দিন, শাকিল, আব্দুল আজিজ, ইমরান, আতিকুর রহমান রাজু, ছাত্রদল নেতা জুয়েল, তাজুল, মোঃ বেলায়েত হোসেন বিল্লাল, আখিরুজ্জামান, শাহনেওয়াজ হাওলাদার, মোশারফ হিমেল খান, সুজন সিকদার, মোঃ হাসিবুর রহমান, বাবু, সাভার পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র হাজী মো: রেফাত উল্লাহ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, তেঁতুলঝোড়া ইউনিয়নের বিএনপি সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, কুটি, শামীম, শ্রমিক দল নেতা হবি, যুবদল নেতা বাবু, বনগাঁও ইউপির বিএনপি সভাপতি আবু সাঈদ, সাভার থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আবুল খায়েরসহ অজ্ঞাতনামা ৫০/৬০ জন নেতাকর্মীর।
Leave a Reply