সংবাদ রিপোর্ট: সাভার প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ফুলকি পত্রিকার সম্পাদক নজমুস সাকিবকে সংবর্ধনা প্রদান করেছেন সাংবাদিকরা। বাংলাদেশ স্থানীয় সংবাদপত্র পরিষদের নবনির্বাচিত সদস্য সচিব হওয়ায় এই সংবর্ধনার আয়োজন করেন সাভার প্রেসক্লাব কর্তৃপক্ষ। সাভারের বাগানবাড়ি রেস্টুরেন্টে ২৭ সেপ্টেম্বর শুক্রবার রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সরকারী এসিল্যান্ড এস এম রাসেল নূর, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল মিয়া। অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সাভার প্রেসক্লাবের সাংবাদিকরা।
Leave a Reply