সংবাদ রিপোর্ট: সাভারে নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের উদ্যোগে নদী দখল ও পরিবেশ দূষণের বিরুদ্ধে গণ-জমায়েত অনুষ্ঠিত।২৬ নভেম্বর শনিবার সকাল ১১.৩০ মিনিটে সাভার থানা ঘাটে (বংশী নদীর পাড়) নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের উদ্যোগে নদী দখল ও পরিবেশ দূষণের বিরুদ্ধে গণ-জমায়েত অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ ড: মো: রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ এর সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক মুহাম্মদ শামছুল হক, যুগ্ম সম্পাদক আব্দুল হালিম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ শতকত আলী মাহমুদ, দূর্নীতি প্রতিরোধ কমিটি ও সাভার নাগরিক কমিটির সাধারন সম্পাদক মো: সালাহ্ উদ্দিন খান নঈম, সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি মো: আ: কাদের তালুকদার, বাংলাদেশ মহিলা পরিষদ সাভার শাখার সভাপতি পারভীন ইসলাম, সাভার সিটিজেন ক্লাব এর সভাপতি মো: কামরুজ্জামন লিটন সহ প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। নদী দখল ও পরিবেশ দূষণের বিরুদ্ধে গণ-জমায়েত অনুষ্ঠানে যে সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর প্রতিনিধি উপস্থিত ছিলেন-সাভার নাগরিক কমিটি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, সচেতন নাগরিক কমিটি-সনাক, বাংলাদেশ মহিলা পরিষদ-সাভার শাখা, সাভার ক্লাব, এনজিও সমন্বয় পরিষদ, সাভার সিটিজেন ক্লাব, সাভার প্রেসক্লাব, আশুলিয়া প্রেসক্লাব, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। উক্ত অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ এর সদস্য ও সাভার নাগরিক কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবুল মোড়ল। নদী দখল ও পরিবেশ দূষণের বিরুদ্ধে গণ-জমায়েত অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ নামাবাজার উচ্ছেদ অভিযানের জন্য উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং নিচের দাবীসমূহ তুলে ধরেন-অবশিষ্ট উদ্ধার অভিযান চলমান রাখা, নদীর সীমানা নির্ধারণ এবং পিলার স্থাপন করা, উচ্ছেদকৃত জমিতে নদীর অংশ এবং খাস অংশ আলাদাভাবে চিহ্নিত করা, সবুজ বেষ্টিত ও পরিকল্পিত এবং প্রসস্থ Walk-Way নির্মান এবং প্রয়োজন সংখ্যাক ঘাটলা নির্মান করা (ট্যানারী থেকে নয়ারহাট পর্যন্ত), কঠিন আবর্জনা ফেলার নিদিষ্ট স্থান নির্ধান করা। উক্ত অনুষ্ঠান শেষে নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ এর একটি দল সাভার উপজেলা প্রশাসনের মাধ্যমে ঢাকা জেলা প্রশাসকের বরাবর সাভারের বংশী নদীর পাড় উচ্ছেদ অভিযান ও প্রাসঙ্গিক দাবীতে একটি স্মারকলিপি প্রদান করেন।
Leave a Reply