কাদের তালুকদার-আবদুল বাকী পুন:নির্বাচিত
সংবাদ রিপোর্ট : ঐতিহ্যবাহী সাভার ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা গত ১০ জানুয়ারি শুক্রবার ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট কাদের তালুকদারের সভাপতিত্বে উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাব মহাসচিব আবদুল বাকী। কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দের উপস্থিতিতে ২০২৫-২০২৬ মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। উৎসবমুখর পরিবেশে সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট পদে কাদের তালুকদার ও মহাসচিব পদে আবদুল বাকী পুন:নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট ও মহাসচিবসহ নির্বাচিত ১৫ সদস্যের কমিটিতে প্রেসিডেন্ট কাদের তালুকদার, ভাইস প্রেসিডেন্ট আবদুল হালিম ও সুজিত কুমার সাহা রনি, মহাসচিব আবদুল বাকী, যুগ্ম মহাসচিব রঞ্জন শিশির, অর্থ সম্পাদক মো. মোফাচ্ছেল হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক ফয়সল মো: মেহেদি হাসান মান্না, জনসংযোগ সম্পাদক মো. আহসান উল্লাহ, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মো. বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক তিমির রায়, নির্বাহী সদস্য আশিস চক্রবর্তী, মো. শফিকুল ইসলাম পাটোয়ারী, মো. দিদার আলম, মো. ফরিদুল ইসলাম ও তৈয়বা হক শশী।
Leave a Reply