1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

সংবাদ রিপোর্ট:  “মজবুত হলে পুষ্টির ভিত,স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভার উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩। ৭ জুন বুধবার সকাল ১০ টার উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মুল ফটকের সামনে উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদার নেতৃত্বে দিবসটি পালিত হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, আমাদের জনগনকে কম খরচের ভিতর দিয়ে কিভাবে পুষ্টিগুনকে সমন্বিত রাখতে পারি তার ব্যাখ্যা দানে বলেন, পুষ্টি দিবসে ট্রেতে কিছু খাবারের নমুনা রাখার উদ্দেশ্য বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন একজন সাধারন দিনমজুর কিংবা গরিব মানুষ সবসময় মাছ, মাংস, ডিম, দুধ কিনে খেতে পারেনা। তাই তাদের জন্য পুষ্টগুন ঠিক রাখতে অবশ্যই পুষ্ট সমৃদ্ধ খাবার প্রয়োজন। এ ব্যাপার সচেতন মুলক তথ্য দিয়ে সহযোগিতা করাই মুলত লক্ষ। যেমন বেশী বেশী শাক সবজির ভিতর ভিটামিন এবং ম্যানারেল আছে, ডাউলের ভিতর ক্লাস-১ প্রোটিন আছে। এছাড়া কলা, ডিম, তেল আমাদের পুষ্টির চাহিদা পুর্ন করে থাকে। বর্তমান তাপদাহ বিষয়ে জানতে চাইলে তিনি সচেতন মুলক হিসাবে বলেন, এই সময় তাপদাহে শরীরে ঘাম ঝরায় ফ্লোড লস হয়। যা পুরনের জন্য ওরস্যালাইন, ডাবের পানি, নরমাল পানি বার বার খাওয়ার পরামর্শ দেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইদুল ইসলাম, স্যনিটারী ইন্সপেকটর মোঃ মোজ্জামেল হোসেন, প্রধান সহাকারী মোঃ শাহাজাহান, নার্স ইনচার্জ মাগেরেট ধনী সহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দিবসটির তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, আমাদের জনগনকে কম খরচের ভিতর দিয়ে কিভাবে পুষ্টিগুনকে সমন্বিত রাখতে পারি তার ব্যাখ্যা দানে বলেন, পুষ্টি দিবসে ট্রেতে কিছু খাবারের নমুনা রাখার উদ্দেশ্য বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন একজন সাধারন দিনমজুর কিংবা গরিব মানুষ সবসময় মাছ, মাংস, ডিম, দুধ কিনে খেতে পারেনা। তাই তাদের জন্য পুষ্টগুন ঠিক রাখতে অবশ্যই পুষ্ট সমৃদ্ধ খাবার প্রয়োজন। এ ব্যাপার সচেতন মুলক তথ্য দিয়ে সহযোগিতা করাই মুলত লক্ষ। যেমন বেশী বেশী শাক সবজির ভিতর ভিটামিন এবং ম্যানারেল আছে, ডাউলের ভিতর ক্লাস-১ প্রোটিন আছে। এছাড়া কলা, ডিম, তেল আমাদের পুষ্টির চাহিদা পুর্ন করে থাকে। বর্তমান তাপদাহ বিষয়ে জানতে চাইলে তিনি সচেতন মুলক হিসাবে বলেন, এই সময় তাপদাহে শরীরে ঘাম ঝরায় ফ্লোড লস হয়। যা পুরনের জন্য ওরস্যালাইন, ডাবের পানি, নরমাল পানি বার বার খাওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইদুল ইসলাম, স্যনিটারী ইন্সপেকটর মোঃ মোজ্জামেল হোসেন, প্রধান সহাকারী মোঃ শাহাজাহান, নার্স ইনচার্জ মাগেরেট ধনী সহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :