সংবাদ রিপোর্ট : সাভারে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে অভিযান চালিয়ে ৬৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২ এপ্রিল রবিবার বিকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। কামরুল হাসান জানান, ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকার ডিপজল মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয় এসময় তল্লাশি করে ২টি বড় ড্রামে ৩০০ কেজি এবং ৪টি ছোট ড্রামে ৩৬০ কেজিসহ মোট ৬৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সামনে সকলের উপস্থিতিতে জব্দকৃত মাছ স্থানীয় ৭টি এতিমখানা মাদ্রাসায় ও স্থানীয় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়এ সময় উপস্থিত ছিলেন- সাভার মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক তানভীর মোর্শেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের লোকজন।
Leave a Reply