1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন

সাভারে ৩০ মণ জাটকা জব্দ, আটক ৬

  • আপডেট সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে মাছের পাইকারি বাজার থেকে ১২’শ কেজি (৩০ মণ) জাটকা জব্দ করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জাটকা বিক্রি ও সরবরাহের দায়ে ছয়জনকে আটক করেছে পুলিশ। ৩০ মার্চ শনিবার সকালে সাভার পৌর এলাকার উলাইলে ডিপজলের পাইকারি মৎস বাজারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দের নেতৃতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত মৎস ব্যবসায়ীরা হলেন, রিপন, হাসান, আব্দুল কুদ্দুস, রুবেল, দেলোয়ার হোসেন ও মানিক । সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ  বলেন, সাভারে ডিপজলের মৎস্য পাইকারি বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১২’শ কেজি জাটকা মাছ জব্দ করা হয়েছে। পরে ওই মাছগুলো ১৩টি মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। পাশাপাশি মাছ বিক্রি ও সরবরাহের দায়ে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান নির্বাহী ওই কর্মকর্তা। এ সময় অভিযানে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান সরকারসহ সাভার মডেল থানার পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :