সংবাদ রিপোর্ট: সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে হেরোইনসহ জাহেদা বেগম ওরফে জাহি (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। এ সময় প্রায় তিন লাখ টাকার হেরোইন জব্দ করা হয়। ২৬ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ৯টার দিকে সাভারের আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত জাহেদা বেগম ওরফে জাহি (৪৫) সাভারের আমিনবাজার বড়দেশী পশ্চিম পাড়া এলাকার সামসুল হকের স্ত্রী। পুলিশ জানায়, সোমবার রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাভারের আমিনবাজার বড়দেশী পশ্চিম পাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ এক নারীকে আটক করা হয়। এ সময় তার নিকট হতে ২ লক্ষ ৮৯ হাজার ৪০০ টাকা মূল্যের ১৪৪৭ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ বিষয়ে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিযন্ত্রণে আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
Leave a Reply