সংবাদ রিপোর্ট: সাভারে স্ত্রীকে হত্যার অভিযোগ ওঠেছে স্বামী হানিফের বিরুদ্ধে।তবে নিহত নুরজাহান বেগমের(৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছে। ২৫ জুলাই মঙ্গলবার দুপুরে সাভারের ভবানীপুরের হযরত আলীর ভাড়া বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নুরজাহান বেগম সাভারের ভবানীপুরের হযরত আলীর ভাড়া বাসায় বসবাস করতেন নুরজাহান-হানিফ দম্পতি। নিহতের ফুফাতো ভাই আল-আমীন জানান,‘মাঝে মধ্যেই আমার বোনকে শারীরিকভাবে নির্যাতন করতো হানিফ।পারিবারিক কলহের জেরে আমার বোনকে হত্যা করতে পারে। আমরা এর সুষ্ঠ বিচার চাই’ বলে দুঃখ প্রকাশ করেন তিনি।
এবিষয়ে সাভার সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় সাভারে মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
Leave a Reply