সংবাদ রিপোর্ট : সাভারের সাবেক এমপি ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবুসহ ১৮ জনের নাম উল্লেখ করে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামরা দায়ের করা হয়েছে। সাভার মডেল থানার পুলিশের এস আই শিকদার হারুন অব রশিদ ২৮ অক্টোবর শনিবার রাতে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। যার নম্বর ৬১। আসামীরা-১৪৩, ১৮৬, ৩৪১, ৩৫৩, ৩৩২, ৪২৭, ১১৪ ও ১০৯ ধারায় অপরাধ করেছে বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার আসামীরা হলেন, সাবেক এমপি ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু (৪৫), কফিল উদ্দিন (৫৫), খন্দকার শাহ্ মইনুল হাসান খান বিল্টু (৪৬), খোরশেদ আলম (৪৫), সাইফুল ইসলাম (৬০), বদিউজ্জামান বদির (৪২), ওবায়দুর রহমান অভি (৪৬), গোলাম মোস্তফা (৫০), জামাল উদ্দিন সরকার (৫০), আক্তার হোসেন বেপারী (৪৩), রেফাত উল্লাহ (৫৫), নাজমুল হাসান অভি (৪০), মনজুরুল ইসলাম ওরফে মনজু মিয়া (৪৬), মোশারফ হোসেন মোল্লা (৪৭), কিতাব আলী (৪৫), নুর মমিন (৫০), শাওন (৪০), ইব্রাহিম (৪৭) সহ অজ্ঞাত আরও ১২০ থেকে ১৩০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডে সাবেক এমপি সালাউদ্দিন বাবু ও বিএনপি নেতা কফিল উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বেআইনী জনতাবদ্ধ হয়ে জনগণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় আসামীরা পরপর কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে চলন্ত গাড়ি ভাংচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। পরে বাদী বিষয়টি তার উর্ধ্বতন কতৃপক্ষকে অবগত করেন। এসময় আসামীরা পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে পুলিশের ২ সদস্য রুহুল আমিন ও কহিনুর ইকবাল আহত হয়।
Leave a Reply