সংবাদ রিপোর্ট: সাভারে সহকর্মীর ছুরিকাঘাতে মো. মনির হোসেন (২১) নামে এক সেমাই কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজন (২৫) নামের অভিযুক্ত ওই সহকর্মীকে আটক করেছে পুলিশ। ১৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আকরান বাজার স্ট্যান্ড-সংলগ্ন বউবাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত মনির হোসেন নেত্রকোনা জেলার মো. সেলিমের ছেলে। তিনি বিরুলিয়ার আকরান বউবাজার এলাকায় শহিদুলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি সেমাই কারখানায় চাকরি করতেন। গ্রেফতার হওয়া অভিযুক্ত মো. রাজনের বাড়ি নেত্রকোণায়। তিনি স্থানীয় সিজারের বাড়িতে ভাড়া থেকে একই সেমাই কারখানা কাজ করতো। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ‘কয়েকদিন আগে মনির ও রাজনের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এরই জেরে আজ কারখানা থেকে ফেরার পথে বউবাজার এলাকায় প্রকাশ্য মনিরের ওপর হামলা চালায় রাজন। এসময় মনিরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে পালিয়ে যায় সে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহত মনিরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এছাড়া অভিযুক্ত রাজনকে আটক করে থানায় নিয়ে যায়।’ সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘ছুরিকাঘাতে আহত ওই যুবক হাসপাতালে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এরমধ্যে হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তকে আটক করা হয়েছে। পাশাপাশি থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।’
Leave a Reply