1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

সাভারে সমবায় ৩৬তম বা‌র্ষিক সাধারণ সভা অনু‌ষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভার উপ‌জেলা কেন্দ্রীয় সমবায় স‌মি‌তি লিমি‌টেড এর ৩৬তম বা‌র্ষিক সাধারণ সভা অনু‌ষ্ঠিত হয়। ৮ জানুয়ারী রবিবার সাভার উপ‌জেলা বিআর‌ডি‌বি প্রশিক্ষণ হলরু‌মে ইউ‌সি‌সিএ লি‌মি‌টেড, বিআর‌ডি‌বির আ‌য়োজ‌নে ৩৬তম বা‌র্ষিক সাধারণ সভা অনু‌ষ্ঠিত হয়। উপ‌জেলা প‌ল্লী উন্নয়ন অ‌ফিসার মোঃ সাজ্জাদ হো‌সেন এর সঞ্চালনায় সাভার ইউ‌সি‌সিএ এর সভাপ‌তি এম এ সালাম এর সভাপ‌তি‌ত্বে সহকারী প‌ল্লী উন্নয়ন অ‌ফিসার ফরহানা আকতার, বা‌র্ষিক সাধারণ সভার ব‌্যবস্থাপনা ক‌মি‌টির সদস‌্য উপ‌জেলা সি‌নিয়র মৎস‌্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান সরকার, উপ‌জেলা সমবায় অ‌ফিসার মোঃ রুহুল আমীন সভায় উপ‌স্থিত ছি‌লেন। বা‌র্ষিক সাধারণ সভায় প্রক‌ল্পের আওতাধীন সু‌বিধা‌ভোগী ঋন গ্রহিতা‌দের স‌ঠিক সম‌য়ে ঋন প‌রি‌শোধ ক‌রে ইউ‌সি‌সিএ‌কে সচল রাখার ‌বিষয়‌টি গুরুত্ব পায়। এছাড়া ঋন গ্রহিতা‌দের কা‌জের সু‌বিধা‌র্থে একজন প‌রিদর্শক নি‌য়ো‌গ, কর্মচারী‌দের ব‌কেয়া বেতন ও বাড়ীভাড়া ভাতা ‌প‌রি‌শো‌ধসহ আ‌লোচ‌্যসূচীসমূহ মোতা‌বেক সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :