সংবাদ রিপোর্ট: সাভারে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে সকল শহীদদের স্মরণে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন ঢাকা-১৯ ( সাভার- আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু।
৩০ নভেম্বর শনিবার বিকেলে সাভার পৌর এলাকার ভাগলপুরে মিনি স্টেডিয়ামে ‘শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
এছাড়া সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি বদিউজ্জামান বদির, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক, সাভার পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ খোরশেদ আলম, সাবেক ছাত্রনেতা ওবায়দুর রহমান অভি, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য , সাভার পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান, সাভার পৌর বিএনপির সাধারন সম্পাদক আহসানুল্লাহসহ স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply