সংবাদ রিপোর্ট: সাভার আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য মরহুম শামসুদ্দোহা খান মজলিসের কনিষ্ঠ কন্যা ইলোরা খান মজলিস ইলা। তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে পৌর এলাকার আনন্দপুরে স্থায়ী হয়েছেন। ইলোরা স্থানীয় নেতৃবৃন্দ, ঢাকা জেলা আওয়ামী লীগসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। বাবার সুনাম ও রাজনীতির ঐতিহ্য ধরে রাখতে তিনি জনগণের কল্যাণে আওয়ামী লীগের রাজনীতিতে নিজেকে নিবেদিত করতে চান। আগামীর রাজনীতি নিয়ে তার রয়েছে ভাবনা। ইলা সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, প্রয়াত শামসুদ্দোহা খানমজলিসের স্ত্রী সেলিনা খানমজলিস দুর্বৃত্তদের হাতে নিজ বাড়িতে খুন হয়েছেন। যে হত্যাকাণ্ডের তদন্ত এখনো শেষ হয়নি। ইলা তার মায়ের হত্যাকাণ্ডের সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
Leave a Reply