1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন

সাভারে মিলিটারি পুলিশের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভার সেনানিবাসে কোর অব মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর রবিবার সকালে সাভার সেনানিবাসের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুলে এ বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এসময় সেনাপ্রধান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকতে কোর অব মিলিটারি পুলিশের সকল সদস্যের প্রতি আহ্বান জানান। পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে কোর অব মিলিটারি পুলিশের অবদানের কথা স্মরণ করেন তিনি।

অনুষ্ঠানে সেনাসদর, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন ও কোর অব মিলিটারি পুলিশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও এমপি কোরের ১৭ জন বীর শহীদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :