সংবাদ রিপোর্ট: সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় মাদক সেবন নিয়ে দ্বন্দের জেরে দিনেদুপুরে এক মাদকসেবীর ছুরিকাঘাতে অপর মাদকসেবী যুবক। এঘটনায় পুলিশকে না জানিয়েই নিহত যুবকের মরদেহটি দাফনের প্রক্রিয়া চালায় পরিবারের সদস্যরা। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করে থানায় নিয়ে আসে। ১৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে সাভারের চাপাইন এলাকার ব্রীজের কাছে সিরাজ মিয়ার বাড়ির সামনে ওই যুবককে ছুরিকাঘাত করা হয় নিহত মাদক সেবীর নাম মোঃ রইস উদ্দিন (৩৬)। সে চাঁপাইন তালতলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। রইস উদ্দিন স্থানীয় শাহামতের ছেলে জশিম, ওয়াসিম, জব্বার মেম্বারের ছেলে ইমান ও হালিমের ছেলে শরিফের সাথে হিরোইন সেবন করতো বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।এলাকাবাসী ও ঘটনাস্থলের আশপাশের লোকজনে সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার বেলা ১১ টার দিকে চাপাইন ব্রিজের ঢালে রইস উদ্দিন, জশিম, ওয়াসিম, ইমান ও শরিফসহ বেশ কয়েক জন মিলে হিরোইন সেবন করছিলেন। এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হলে এক যুবক রইসের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তাদের সাথে থাকা ইমান আলী রইসকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্র্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে পুলিশকে না জানিয়েই নিহতের মরদেহটি হাসপাতাল থেকে চাপাইনের খালেকের বাড়ির সামনে নিয়ে আসেন এবং দাফনের জন্য প্রস্ততি নেন।সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, রইস উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। নিহতের স্বজন কিংবা যারা হাসপাতালে এনেছিলেন তারা কোন তথ্য না দিয়ে হাসপাতাল থেকে মরদেহটি নিয়ে যায়। আমি থানার অফিসার্স ইনচার্জের সাথে কথা বলেছি এবং লিখিভাবে বিষয়টি জানিয়েছি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, এ ধরনের একটা ঘটনা শুনেছি। তবে বিষয়টি হত্যা কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আমি ঘটনাস্থলে টিম পাঠিয়েছি। তারা আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ গেখে ঘটনার সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।
Leave a Reply