সংবাদ রিপোর্ট: সাভারে ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে নানা আয়োজনে দলের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৩ জুন বৃহস্পতিবার বিকেলে সাভার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবদুল গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাসুদ চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিরিন আকতার। অনুষ্ঠানে অনেকের মধ্যে সাভার পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি ঝরনা আকতার, পৌর মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়শ্রী ঘোষ, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী শিউলি পারভীন,আশুলিয়া থানা মহিলা আওয়ামীলীগ নেত্রী নাসিমা জাহান শিউলি,ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামীলীগের নেত্রী যথাক্রমে নাসরিন আলম,মলি সাংমা,তানজিলা মৌসহ সাভার,আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন শাখার মহিলা আওয়ামীলীগের সদস্যগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ¦ আবদুল গণি বলেন, আওয়ামী লীগ এ উপমহাদেশের একটি ঐতিহ্যবাহি সংগঠন। এই সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের দেশের এক শ্রেনীর মানুষ আছেন তারা আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা স্বীকার করে না। তাই এসব উন্নয়নের কথা এদেশের মানুষকে জানাতে হবে। বিশেষ করে নারীদের মাঝে তুলে ধরতে হবে। এ জন্য তিনি মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানান। এ ছাড়াও তিনি ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামীলীগের নতুন নেতৃত্বকে দলের স্বার্থে মাঠ পর্যায়ে বিভিন্নমুখী কাজ করার আহবান জানান।
Leave a Reply