সংবাদ রিপোর্ট: সাভারে ছোট ভাইয়ের মারধরে চিকিৎসাধীন অবস্থায় আমিনা খাতুন (৫৬) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। ২২ এপ্রিল সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এর আগে ১৮ এপ্রিল বৃহস্পতিবার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার শোভাপুরে নিজ বাড়িতে এ মারধরের ঘটনা ঘটে।
আমিনা খাতুন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার শোভাপুর মহল্লার আরাফাত আলী বেপারির স্ত্রী। গ্রেপ্তারকৃত আইনুদ্দিন (৫০) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার শোভাপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। নিহত আমিনা খাতুনের ছেলে বিল্লাল হোসেন বলেন, আমাদের বাড়ির পাশেই একটি ড্রেন রয়েছে। সেই ড্রেনকে কেন্দ্র করে বৃহস্পতিবার আমার মামা আইনুদ্দিন আমাদের বাড়িতে এসে মা-কে বকাঝকা শুরু করে। এ সময় মামা বাড়ির গেটের বাইরে গেলে মা গেট লাগিয়ে দেন। এতে মামা উত্তেজিত হয়ে পাশের বাড়ি থেকে পেয়ারা গাছের ডাল নিয়ে এসে মাকে এলোপাতাড়ি মারধর করে চলে যায়। পরে শুক্রবার সকালে মারধরের কারণে মার শরীরের অবস্থা খারাপ হওয়ায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করি। এরপরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে শনিবার সকালে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে সোমবার চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু হয়েছে। সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও মারধরের ঘটনায় জড়িত নিহতের ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply