1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন

সাভারে বোনের বাড়িতে বেড়াতে আসা তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

সংবাদ রিপোর্ট : সাভারে বোনের বাড়িতে বেড়াতে আসা তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহেল (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ১৩ জুলাই বুধবার সকালে বিষিয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম। এর আগে মঙ্গলবার বিকেলে পৌরসভার রেডিওকলোনি নয়াবাড়ি এলাকার স্থানীয় শিরিনের বাড়িতে এ ধর্ষনের ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী তরুনী সাভার মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করেছে। আটক সোহেল সাভার পৌর এলাকার রেডিওকলোনির নয়াবাড়ি মহল্লার মৃত কিতাব আলীর ছেলে। তিনি ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনির পাশে একটি পোশাক কারখানার সামনে চায়ের দোকান চালাতেন। তবে এলাকায় সে বখাটে হিসেবে পরিচিত। এলাকাবাসীরা ওই ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, ভুক্তভোগী তরুণী ঈদ উপলক্ষে ঠাকুরগাঁও থেকে তার বন্ধুকে সঙ্গে নিয়ে সাভারের নয়াবাড়ি এলাকায় বোনের বাসায় বেড়াতে আসেন। মঙ্গলবার বিকালে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে সন্দেহ করে স্থানীয় কয়েজন বখাটে ওই তরুণকে আটকে রেখে মারধর করে। এসময় তাদেরকে বাঁধা দেয়ায় ভুক্তভোগী ওই তরুণীকে জোর করে পার্শ্ববর্তী শিরিনের বাড়িতে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত সোহেল। পরে ৯৯৯ নম্বরে খবর পেয়ে অবরুদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ। এঘটনায় রাতেই ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে অভিযান চালিয়ে অভিযুক্ত সোহেলকে আটক করেন। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এঘটনায় অভিযুক্ত সোহেলকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :