সংবাদ রিপোর্ট: সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন নতুন সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ২৪ জুন সোমবার দুপুর ১২টা ০২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন নতুন সেনা প্রধান। সেইসঙ্গে বীর শহীদদের সম্মানে সালাম প্রদান করেন তিনি। এর আগে দুপুর ১২টার দিকে তিনি সৌধ এলাকায় প্রবেশে করেন। এ সময় তাকে অভ্যর্থনা জানান ৯ পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল মঈন খাঁন। পরে শ্রদ্ধা জানিয়ে ১২টা ০৫ মিনিটে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে। ১২টা ১০ মিনিটে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি। নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ- জামানের সফর সঙ্গী ছিলেন লে. জেনারেল মজিবুর রহমান, মেজর জেনারেল যুবায়ের সালেহীন (এজি), মেজর জেনারেল সারোয়ার হোসেন, ব্রি. জেনারেল মুনিরুল ইসলাম (ডিপিএস) ও তার নিরাপত্তা কর্মকর্তা।
Leave a Reply