সংবাদ রিপোর্ট: ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’- জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারের বিভিন্ন জলাশয়ে এ বছর পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২০ আগস্ট রবিবার সকালে উপজেলার চারটি জলাশয়ে ১৫৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এসময় সাভার বিপিএটিসি পুকুরে ৮০ কেজিসহ সিন্ধুরিয়া বিলে ৩৫ কেজি, আইঠর সরকারি খাস পুকুরে ২০ কেজি এবং সাভার ক্যান্টনমেন্টনস্থ আর ভি এন্ড এফ ডিপো পুকুরে ২০ কেজি, মোট ০৪ টি জলাশয়ে ১৫৫ কেজি রুইজাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।
এছাড়াও আরো ১’শ কেজি পোনা মাছ এই সপ্তাহের মধ্যেই অবমুক্ত করা হবে। ১’শ কেজির মধ্যে ২০ কেজি সাভার বিপিএটিসি পুকুরে, ২০ কেজি আউকপাড়া আদর্শগ্রাম পুকুরে, ২০ কেজি শিমুলিয়া ইউনিয়নের মুনসুরবাগ মাদ্রাসা পুকুরে, ২০ কেজি জাবি আমবাগান সংলগ্ন জলাশয়ে ও ২০ কেজি বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর বাজার সংলগ্ন জলাশয়ে অবমুক্ত করা হবে। বিপিএটিসি-তে ‘পোনা মাছ অবমুক্তকণ’ অনুষ্ঠনে উপস্থিত ছিলেন- ড. মোঃ মহসীন আলী, এমডিএস (পিঅ্যান্ডএস), মো: জাকির হোসেন, এমডিএস (এমএন্ডপিএ), মোঃ মনিরুল ইসলাম, এমডিএস (আরএন্ডসি), মোঃ শাহীনূর রহমান, এমডিএস (প্রকল্প ও উন্নয়ন), মোহাম্মদ রাজিবুল ইসলাম, পরিচালক (প্রশাসন), দেওয়ান মওদুদ আহমেদ, উপপরিচালক (সেবা), বিপিএটিসি, সাভার, ঢাকা। পাশাপাশি উপস্থিত ছিলেন শিল্পী দে, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার, সাভার, ঢাকা, ড. মোঃ মোতালেব হোসেন, মৎস্য প্রশিক্ষণ একাডেমি, সাভার, ঢাকাসহ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সাজেদুল ইসলাম এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
Leave a Reply