1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

সাভারে নাজিমের ফিলিং স্টেশনে বিদেশী মদসহ দুইজন গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে ১০৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাদেরকে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়। এর আগে সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর এলাকার নাজিম ফিলিং স্টেশন সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কায়েদপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে মোঃ মনির হোসেন (৩৫) এবং মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার হালুয়াঘাট এলাকার মৃত আলতাফ হোসেন মোল্লার ছেলে মোঃ সাগর হোসেন মোল্লা (৩২)। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান বিদেশি মদসহ সাভারের দিকে যাচ্ছে। পরে হেমায়েতপুর এলাকায় তারা চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-২৪৮৯) দ্রুত গতিতে তল্লাশী চৌকি অতিক্রম করার চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে করলে র‍্যাব প্রাইভেটকারটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু প্রাইভেটকারটির চালক না থামাইয়া দ্রুত গতিতে যাওয়ার সময় রোড ডিভাইডারে সাথে সজোরে ধাক্কা মেরে গাড়িতে থাকা ড্রাইভারসহ তার পাশের সীটে থাকা অন্য একজন ব্যক্তি দ্রুত গাড়ি থেকে পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় র‍্যাব সদস্যরা দ্রুত তাদের আটক করে এবং প্রাইভেটকারটি তল্লাশী করে তার ভেতর থেকে ১০৫ বোতল বিদেশি মদ ও তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে র‍্যাব -১ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :