1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

সাভারে বিএনপি-ছাত্রদলের ১০ নেতাকর্মী গ্রেফতার  

  • আপডেট সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে বিএনপি ও ছাত্রদলের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ ডিসেম্বর রবিবার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন। এর আগে, ৩ ডিসেম্বর শনিবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন—সাভার পৌর বিএনপির সভাপতি সোরহাব হোসেন (৫৫), সাভার পৌর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আরমান হোসেন ওরফে হাঞ্জলা (৩৭), তেঁতুলঝোড়া ইউনিয়নের ছাত্রদল নেতা মেহেদী হাসান (২৭), তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজম খান (৫৫), সাভার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মোশাররফ হোসেন (৫৭), বাহরাইন বাদশা (৪৩) ও হাবিবুর রহমান হাবিব (৫০)। গ্রেফতার বাকি তিনজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের তিনটি মামলায় গতকাল রাতে বিএনপি ও ছাত্রদলের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ৪ ডিসেম্বর রবিবার দুপুরে থানা থেকে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :