সংবাদ রিপোর্ট : বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করবে না বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট নিপুণ রায়। ৫ জুলাই বুধবার বিকেলে সাভার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফার কলমার বাড়িতে বিএনপির আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। নিপুণ রায় আরও বলেন,আওয়ামী লীগ সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে আজীবন ক্ষমতায় থাকার জন্য কিন্তু তারা আর ক্ষমতায় থাকবে পারবে না বলেও বলেন তিনি। এদিকে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য চলাকালীন সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই বাড়িতে গিয়ে গেটে লাঠি সোটা নিয়ে ভাঙচুর করে। পরে এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে বের হলে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে করে চলে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় বিএনপির নেতাকর্মীরা দ্রুত আলোচনা সভা শেষে ঘটনাস্থল ত্যাগ করেন।
Leave a Reply