1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

সাভারে বাবা হত্যার বিচারের দাবিতে শিশু কন্যা মহাসড়কে অবরোধ

  • আপডেট সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় নিহত পরিবহন ব্যবসায়ী মো. শাহাবুদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহতের শিশু কন্যাসহ পরিবারের সদস্য ও এলাকাবাসী।২২ ফেব্রুয়ারি বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাস স্ট্যান্ড সংলগ্ন একেএইচ গার্মেন্টসের সামনের সড়কের ঢাকাগামী লেন অবরোধ করে এই বিক্ষোভ করেন তারা। এসময় সড়কে প্রায় আধাঘন্টা যান চলাচল বন্ধ ছিল। বিক্ষোভ মিছিলের সামনে নিহতের ৪ বছর বয়সী শিশু কন্যা সুমাইয়া সড়কে বসে কান্না জড়িত কন্ঠে পিতা হত্যার বিচার দাবি করে বলে, আমি আর আমার ভাই এখন কাকে বাবা বলে ডাকবো? কে দায়িত্ব নেবে? এই বয়সে আমাদের যারা এতিম করলো আমি তাদের সবার ফাঁসি চাই। নিহতের ছেলে সুজন বলেন, ‘আমরা সন্ত্রাসীদের বিচার চাই। যারা নির্মমভাবে আমার বাবাকে কুপিয়ে মেরে ফেলেছে তাদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যদি আসামিদের দ্রুত গ্রেফতার না করা হয় তাহলে আমরা আবারও সড়কে নামবো।’ এ ব্যাপারে সাভারের হেমায়েতপুর ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, শাহাবুদ্দিন হত্যার প্রতিবাদের নিহতের স্বজনরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছিলো। পরে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পূর্ব শত্রুতার জেরে সাভারের পরিবহন ব্যবসায়ী শাহাবুদ্দিনসহ আরো দুজনকে গত ১৮ ফেব্রুয়ারী প্রকাশ্যে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে ২২ ফেব্রুয়ারি বুধবার ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাবুদ্দিনের মৃত্যু হয়। এঘটনায় অভিযুক্ত ফয়সালকে প্রধান আসামি করে ৬ জনের নামে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন নিহতের স্ত্রী পিয়ার মন বেগম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :