সংবাদ রিপোর্ট : সাভারে অবহেলিত জনপদে স্বাস্থ্য সেবা জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগ্রাঁমে শুরু হলো কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম। সকালে চার পাশে পানি দিয়ে ঘেরা এই অবহেলিত জনপদে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য সেবার উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। উদ্বোধনের পর থেকে সেখানে রোগীদের স্বাস্থ্য সেবা দেওয়া শুরু হয়। উল্লেখ্য এই ইউনিয়নের ওই গ্রামে চারি দিকে পানি দিয়ে ঘেরা। যার ফলে মানুষজন অসুস্থ হলে দ্রæত হাসপাতালে যেতে পারে না।
স্বাস্থ্য সেবা থেকে অনেক মানুষ বঞ্চিত ছিলো। আজ থেকে সেখানে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা দেওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। এসময় সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা, বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা হাসানসহ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply