সংবাদ রিপোর্ট: সাভারে “বঙ্গবন্ধু গোল্ড কাপ” আসর-৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের রাজাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই আসরের শুভ উদ্বোধন করেন সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র নজরুল ইসলাম মনিক মোল্লা। উদ্বোধনী খেলায় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,সাভার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী নিউটন, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব খান সজিব।বঙ্গবন্ধু গোল্ড কাপ আসর-৩ এর সার্বিক পরিচালনায় ছিলেন সাভার পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু গোল্ড কাপ এর প্রতিষ্ঠাতা হাজী মোঃ মনির পালোয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু গোল্ড কাপ এর সভাপতি আলী আহমেদ পালোয়ান।এসময় আরো উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন রানা,বঙ্গবন্ধু গোল্ড কাপ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও সাভার পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ জমির হোসেন সহ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাজাশন স্পোর্টিং ক্লাব বনাম সাইফ একাদশ দলের মধ্যকার প্রতিযোগিতা পূর্ণ খেলায় ২-২ গোলে সমতা হয়। এসময় রাজাশন স্পোর্টিং ক্লাবের ম্যানেজার আক্তার হোসেন এবং সাইফ একাদশ এর ম্যানেজার আল-আমিন পালোয়ান উপস্থিত ছিলেন।
Leave a Reply