সংবাদ রিপোর্ট: চাপাইন প্রিমিয়ার ক্রিকেট লীগ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। ১২টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ৩ সেপ্টেম্বর শনিবার বিকালে চাপাইন ফ্রেন্ডস সার্কেল যুবসংঘ এর আয়োজনে ইব্রাহীমিয়া বাইতুন নুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে ফাইনাল খেলার চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করে টিম সুপার নাইন ১২৯ রান সংগ্রহ করে। পরবর্তীতে চাপাইন ফ্রেন্ডস ক্লাব ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । ফাইনাল খেলার উদ্বোধক ছিলেন সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসন ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সদস্য মোসাঃ আঞ্জুমান আরা। অনুষ্ঠানে সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মোঃ নুরুল আমীন রানার সভাপতিত্বে এবং রাকিব আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম রুবেল। খেলার সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মনির হোসেন, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বাবুল মিয়া, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজী মোঃ মারফত আলী, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃসাইফুর রহমান সুমন প্রমুখ।
Leave a Reply