সংবাদ রিপোর্ট: সাভারের বিরুলিয়ায় নিজ বাড়িতে হনুফা বেগম (৪৫) নামে এক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলেছে ধারণা করছে পুলিশ। ১২ এপ্রিল বুধবার রাত ১০টার দিকে সাভারের বিরুলিয়ার বাগ্নিবাড়ি ফকির পাড়া এলাকায় হনুফা বেগমের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত হনুফা বেগম ও তার স্বামী হারুন অর রশিদ তুষার একসঙ্গে বসবাস করতেন। হনুফা শারীরিক সমস্যা ছিল। তার স্বামী ফ্রিলেন্সিং এর কাজ করতেন। নিহতের স্বামী জানায়, তিনি রাতে মসজিদে তারাবি নামাজ পড়তে যান। বাড়ি ফিরে বিছানার ওপর স্ত্রী হনুফার মরদেহ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ দিদার হোসাইন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
Leave a Reply