সংবাদ রিপোর্ট : সাভার পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগষ্ট শুক্রবার বিকালে সিটি লেন আনন্দপুর সংঘ মাঠে প্রাঙ্গনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। সাভার পৌর আওয়ামী যুবলীগের নেতা শেখ সাইদের আয়োজনে অনুষ্ঠানের মাকসুদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মন্ডল, সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহাম্মেদ, সাভার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল মিয়া, সাভার পৌর যুবলীগের নেতা আরিফ, পৌর যুবলীগের নেতা রাফি খানসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফিরা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে জননেত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পাঁচশত পরিবারের মাঝে বিতরণ করা হয়, এবং মানুষের মাঝে তৈরি খাবার বিতরন করা হয়।
Leave a Reply