সংবাদ রিপোর্ট: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন ও আলোচনা সভাসহ নানা আয়োজনে সাভারে পালিত হয়েছে ৫১ তম জাতীয় সমবায় দিবস। ৫ নভেম্বর শনিবার সকালে সাভার উপজেলা চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও এাণ প্রতিমন্ত্রী ডঃ এনামুর রহমান এমপি ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের উপস্থিত একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। পরে সাভার উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও এাণ প্রতিমন্ত্রী ডঃ এনামুর রহমান এমপি, উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খান, সাভার উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মো. কবির হোসেন সরকার, আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. মঈনুল ইসলাম ভূঁইয়ার, সাভার উপজেলা সমবায় অফিসার মোঃ রুহুল আমিন, আশুলিয়া ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি হাজী মোঃ মোশাররফ খান, ঢাকা জেলা (উত্তর) মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রিদওয়ান মোল্লাসহ আরো অনেকেই উপস্হিত ছিলেন।
Leave a Reply