1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

সাভারে পরিবহনে চাঁদাবাজি অভিযোগে ভুয়া এসআই গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট : সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে পরিবহনে চাঁদাবাজির সময় কামরুল নামের এক ভুয়া এসআইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার নিকট হতে চাঁদাবাজির কাজের ব্যবহৃত রিকুইজিশন ফরমসহ নগদ টাকা জব্দ করা হয়। ১৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। এর আগে ১৭ ডিসেম্বর শনিবার রাতে সাভারের আমিনবাজার এন.আর সিএনজি ফ্লিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামরুলের আসল নাম বাচ্চু মিয়া ( ৬২)। সে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার দাতপুর গ্রামের মৃত শামসুল হক মিয়ার ছেলে। বর্তমানে ঢাকার উত্তরা এলাকায় থাকতেন বলে জানা যায়। সে পুলিশের একজন অবসরপ্রাপ্ত এএসআই। পুলিশ জানায়, গতকাল রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সাভারের আমিনবাজার এন.আর সিএনজি ফ্লিলিং স্টেশন এলাকায় কামরুল নামের এক ভুয়া এসআই পরিবহনে চাঁদাবাজি করছে। পরে অভিযান পরিচালনা করে পরিবহনে চাঁদাবাজির সময় হাতেনাতে কামরুল নামের ওই ভুয়া এসআইকে আটক করা হয়। এ সময় তার নিকট হতে চাঁদাবাজির কাজের ব্যবহৃত রিকুইজিশন ফরম সহ নগদ টাকা জব্দ করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পুলিশের এএসআই ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। তার আসল নাম বাচ্চু মিয়া। এ বিষয়ে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ বলেন, চাঁদাবাজি অভিযোগে আটক ভুয়া পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :