1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

সাভারে পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে মত বিনিময় সভা

  • আপডেট সময় : রবিবার, ১৪ মে, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে ১৪ মে রবিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর। সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের কাছ থেকে তাদের কাজের সমস্যা সুযোগ-সুবিধা ও চাওয়া পাওয়ার বিষয়ে জানতে চান। এ সময় চেয়ারম্যান বলেন, যারা দিনরাত বাসা বাড়ির ময়লা ও রোড পথ পরিষ্কার-পরিচ্ছন্ন করে তাদের পাশে তিনি সবসময় থাকবেন বলে জানিয়েছেন। এবং পুরো তেঁতুলঝোড়া ইউনিয়নের ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলানোর জন্য ইঞ্জিন চালিত ময়লার গাড়ি অতি তাড়াতাড়ি ব্যবস্থা করবেন। এবং সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের জন্য ঈদুল-আযহার কোরবানির জন্য একটি গরু উপহার দেন। এবং তেঁতুলঝোড়া ইউনিয়নে সকল ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের ভালো-মন্দ সবকিছু দেখাশোনা করার জন্য একজন সুপারভাইজার গঠিত করেন। সুপারভাইজার মোঃ জাহিদুল ইসলাম জুয়েল তিনি বলেন, পুরো তেঁতুলঝোড়া ইউনিয়নের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের দায়িত্ব আমি নিয়েছি আপনাদের সকল সুযোগ-সুবিধা সমস্যা সবকিছু আমাকে বলবেন আবি সমাধান করব ইনশাল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ আলম, ইউপি সদস্য ফিরোজ কাজল, ইয়াকুব আলী পলাশসহ যুবলীগ-ছাত্রলীগসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :