সংবাদ রিপোর্ট: সাভারের একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে আনিছুর রহমান (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৮ অক্টোবর শুক্রবার দুপুর ১২টার দিকে সাভার পৌরসভার ছায়াবিথী এলাকার জাহাঙ্গীরনগর সোসাইটির একটি ভবন থেকো পড়ে ওই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়। নিহত আনিছুর রহমান কিশোরগঞ্জ জেলা সদরের হোসেনপুর গ্রামের বাসিন্দা। তিনি তার পরিবারসহ সাভারে ভাড়া থেকে জীবিকা নির্বাহ করতেন। পুলিশ জানায়, সাভারের ছায়াবিথী এলাকার জাহাঙ্গীরনগর সোসাইটিতে ২১ ব্যক্তি মিলে একটি ছয়তলা ভবন নির্মাণ করছেন। সেই ভবনের ৫ তলায় কাজ করছিলেন নির্মাণশ্রমিক আনিছুর রহমান। এ সময় পা পিছলে দোতলায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে অন্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের সুপার ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply