1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

সাভারে নিউ আয়েশা লাইব্রেরীতে অগ্নিকাণ্ডে লাখ টাকা ক্ষতি

  • আপডেট সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

 

সংবাদ রিপোর্ট: সাভার পৌর এলাকার ব্যাংককলোনীতে নিউ আয়েশা লাইব্রেরী এন্ড ষ্টেশনারী দোকানে গভীররাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেছে লাইব্রেরীর ভিতরে থাকা ৩০ লক্ষাধিক টাকার মূল্যবান বইসহ ষ্টেশনারী সামগ্রী। শুক্রবার দিবাগত রাত ১২ টা ৩৫ মিনিটে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে বন্ধ থাকা নিউ আয়েশা লাইব্রেরীর ভিতর থেকে আগুনের প্রচন্ড ধোয়া ও আগুন দেখতে পায় তারা। পরে লাইব্রেরীর সাইনবোর্ড থেকে মোবাইল নম্বর নিয়ে লাইব্রেরীর মালিককে ফোন দেয় তারা। খবর পেয়ে লাইব্রেরীর মালিক কামরুল দ্রত ঘটনাস্থলে এসে সার্টার খুলে স্থানীয়দের সহায়তায় প্রায় আধ ঘন্টার মধ্যে লাইব্রেরীর আগুন নেভাতে সক্ষম হয়। তবে ততক্ষনে লাইব্রেরীর ভিতরে থাকা স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রসার মূল্যবান বই ও ষ্টেশনারী সামগ্রী পুড়ে বিনষ্ট হয়ে যায়। এদিকে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এলেও ততক্ষনে আগুন নিভে যায় বলে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহফুজুর রহমান। এ সময় তিনি জানান, আমরা এসে আগুন পাইনি, তবে আগুনে লাইব্রেরীর ব্যাপক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে আমরা ধারনা করছি। নিউ আয়েশা লাইব্রেরী এন্ড ষ্টেশনারী দোকান মালিক কামরুল ইসলাম জানান, আমরা প্রতিদিনের ন্যায় রাত ১১.০০টার দিকে লাইব্রেরী বন্ধ করে বাসায় চলে আসি। রাত সাড়ে ১২টার পর ফোন পেয়ে লাইব্রেরীতে এসে আগুন দেখতে পাই। স্থানীয়দের সহায়তায় আমরা আধ ঘন্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হই। আমাদের দোকানে ৫০ লক্ষাধিক টাকার স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার বইসহ গুরুত্বপূর্ণ বহু মূল্যবান বই ও হাদিসের বই এবং ষ্টেশনারী সামগ্রী ছিলো। অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৩০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। ঢাকা জেলা পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির সভাপতি আলহাজ্ব এম এ খালেক ঢালী বলেন, অগ্নিকান্ডের ঘটনায় লাইব্রেরীটির বহু মূল্যবান বই ও মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। নিজেদের অর্থের পাশাপাশি ব্যাংক লোন করে বেশ বড় পরিসরে ভালো ভাবেই লাইব্রেরী টি চালাচ্ছিলো ওরা। সব ধরনের বই পাওয়া যেত লাইব্রেরীটিতে। আগুনের ঘটনায় ওদের অনেক বড় ক্ষতি হয়ে গেল, তবে আমরা সব ধরনের সহযোগিতায় ওদের পাশে আছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :