সংবাদ রিপোর্ট: সাভারে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণ করায় দুই ব্যক্তিকে সাত লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে দেওয়া হয়। ৮ জুন বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাভারের ছায়াবীথি এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল হক। এ সময় জরিমানা করা দুটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল হক বলেন, ওই এলাকায় সামসুল হক, গোলাম মাওলা ও আব্দুর রহমান নামের তিন ব্যক্তি রাজউকের নকশাবহির্ভূত ভবন নির্মাণ করছিলেন। পরে আজ অভিযান পরিচালনা করে সামসুল হকের নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়। এ ছাড়া গোলাম মাওলার নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ ভেঙে ৫ লাখ টাকা ও আব্দুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ভ্রাম্যমাণ আদালতের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ৩/২ এর অথরাইজড অফিসার শেখ মুহাম্মদ এহসানুল ইমাম, শেখ ইমারত, পরিদর্শক আতিফ হোসেন ইমনসহ রাজউক কর্মকর্তারা।
Leave a Reply